গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন দিনব্যাপি অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধন শেষে ঘুরে ঘুরে প্রতিটি স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে অতিথিরা মেলায় আগত লেখক, পাঠক, প্রকাশক ও স্টল মালিকদের সাথেও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসির আহমেদ, প্রভাষক বেলাল হোসেনসহ অন্যরা।
এ মেলায় বইয়ের পাশাপাশি কুটির শিল্প এবং শিশু-কিশোরদের আকর্ষণীয় বিভিন্ন পণ্যের ২০টি স্টল স্থাপন করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ বই মেলা চলবে।
বিডি প্রতিদিন/জামশেদ