সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে সাবেক পৌর কাউন্সিলরসহ ১১ জনকে গ্রেফতার হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. কাওছার (৩৩), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম (৪২), যুবলীগ নেতা তাজউদ্দিন (৪৫), আওয়ামী লীগ নেতা মনির হোসেন (৩৫), হারুন মিয়া (৪২), বাবুল মিয়া (৪০), ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন (২৮), তাশরীফ হোসেন (২৪), আওয়ামী লীগ নেতা জামশেদ আলী (৫০), ইসমাইল হোসেন (৬০) ও যুবলীগ নেতা সাইদুর রহমান সোহাগ (৩৭)।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/মুসা