কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে রবিন নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নারীসহ ১১ জন গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতভর যৌথবাহিনীর অভিযানে তারা গ্রেপ্তার হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ। গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা শহরতলীর ইমরান হোসেন, সিয়াম, পারভেজ, আবুল কাশেম, আবদুর রহমান, মাহফুজ, চামেলী, রুজিনা, পাখি, সুমি আক্তার ও মাহবুব আলম।