অভাবের তাড়নায় এক নবজাতককে ময়লার স্তূপে ফেলে দিয়েছিলেন জন্মদাতা বাবা-মা। বৃহস্পতিবার টঙ্গীর মরকুন এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী নবজাতক শিশুকে উদ্ধার করে এক নারীর জিম্মায় রাখে। নবজাতকের বাবা-মার সন্ধান পাওয়া গেলে শুক্রবার তাদের পাশে দাঁড়ায় টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গতকাল পরিবারটির সঙ্গে দেখা করে আর্থিক সহায়তা দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ এবং টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি ওয়াহিদুজ্জামান।