কুষ্টিয়ার কুমারখালীতে রোকেয়া খাতুন (৫২) নামে এক নারীর লাশ গতকাল নন্দলালপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রেল সেতুর নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। রোকেয়া রাজবাড়ীর গোয়ালন্দ নতুন পাড়ার আবদুল ওহাবের স্ত্রী। ছেলে মো. রাসেল মায়ের লাশ শনাক্ত করেন।
রাসেল বলেন, তিন-চার বছর ধরে মায়ের মানসিক সমস্যা। শুক্রবার সকালে গোয়ালনন্দ রেলস্টেশনে তাকে দেখা গিয়েছিল। এরপর খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে লাশের খবর পেয়ে কুমারখালী এসে মাকে মৃত অবস্থায় দেখি। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হতে পারে সন্দেহ পুলিশের। লাশ মর্গে পাঠানো হয়েছে। কুমারখালী থানার এসআই আবদুর রশিদ বলেন, মৃতের মাথায় ক্ষত আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বিষয়টি এখনই নিশ্চিত নয়। ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।