গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকা থেকে ৫ মণ ঘোড়ার মাংস এবং জবাইয়ের জন্য প্রস্তুত রাখা ৩৭টি রোগাক্রান্ত ঘোড়া জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় কসাইখানায় এ অভিযান চালানো হয়। এ সময় এর মালিক শফিকুল ইসলাম পালিয়ে যান। অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশে ঘোড়াগুলো আনা হয়েছিল।
ঘোড়া এবং মাংস গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন হারুন রোমান জানান, ঘোড়ার মাংসে টক্সিন রয়েছে, যা মানব দেহের জন্য ক্ষতিকর। তাই এই ঘোড়ার মাংস ক্রয় এবং খাওয়া থেকে সবাইকে বিরত থাকার জন্য পরামর্শ দেন তিনি।
এর আগে, চলতি বছরের শুরুর দিকে গাজীপুরের হায়দারাবাদ (রথখলা) এলাকায় শুরু হয় ঘোড়ার মাংস বিক্রি। পরে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেন। এরপর কয়েক দিন বন্ধ থাকলেও ফের গোপনে কসাইখানায় আবার শুরু হয় ঘোড়ার মাংস বিক্রি।