জেলার বিভিন্ন এলাকায় অজানা রোগে মাঠের পর মাঠ কলা পরিপক্ব হওয়ার আগেই পেকে ও ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। এসব কলা এখন গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করতে হচ্ছে। কৃষকরা বলছেন, সার সংকট ও অতিরিক্ত বৃষ্টির কারণে কলা অপুষ্ট অবস্থায় পেকে যাচ্ছে। তবে কৃষি বিভাগ বলছে, অতিরিক্ত সার প্রয়োগের কারণে কলা পেকে যাচ্ছে। ফলে যে কলা একসময় মেহেরপুরের কৃষকের মুখে হাসি ফোটাত, তা এখন তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে বিপাকে পড়েছেন শতশত চাষি ও ব্যাপারী। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় ৩ হাজার ৯০০ হেক্টর জমিতে কলা আবাদ হয়েছে। জেলার কৃষি অর্থনীতিতে সবজির পরেই কলার অবদান। এখানকার কলা সারা বছর দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কিন্তু এবার অজানা রোগে কলা পরিপক্ব হওয়ার আগেই পেকে যাচ্ছে। ফেটেও যাচ্ছে। এতে এ ফসল মাঠেই নষ্ট হচ্ছে। পাশাপাশি বাজারে দাম না থাকায় উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকরা। ফলে শতশত কাঁদি কলা এখন গরু-ছাগলের খাবারে পরিণত হচ্ছে। এতে চাষি ও ব্যবসায়ী পড়েছেন বড় ধরনের লোকসানে। কৃষক সজীব আহমেদ বলেন, এ বছর অতিরিক্ত বৃষ্টির ফলে কলাপাছের শেকড় পচে গেছে। যে কারণে কলা পরিপক্ব হওয়ার আগেই পেকে যাচ্ছে। এ ছাড়া যে পরিমাণ ফসফেট সারের প্রয়োজন, সংকটের কারণে চাষিরা জমিতে তা দিতে পারেনি। চাষি রনি বলেন, সমিতি থেকে টাকা তুলে ৩ বিঘা জমিতে কলা চাষ করেছিলাম। বাগানের কলা সব পেকে যাচ্ছে। কী কারণে এ অবস্থা হচ্ছে বুঝতে পারছি না। এ ব্যাপারে কৃষি অফিস থেকেও কোনো পরামর্শ পাচ্ছি না। একেবারে পথে বসে যেতে হবে। কলা ব্যবসায়ী ডালিম বলেন, ২৫ বিঘা কলা কেনা আছে আমার। গতকাল এক গাড়ি কলা ঢাকায় পাঠিয়েছিলাম, ৬০ হাজার টাকা লোকসান হয়েছে। বাকি কলাগুলো কী করব তা নিয়ে দুশ্চিন্তায় আছি। নতুন করে আর কলা কিনব না। মেহেরপুর কৃষিসম্প্রসরণ অধিদপ্তরের উপপরিচালক সনজীব মৃধা বলেন, অতিরিক্ত সার প্রয়োগের কারণে কলাগাছে এ সমস্যা দেখা দিতে পারে। কৃষকদের সঠিক পরামর্শ নিতে এবং জমির মাটির গুণগত মান যাচাই করে সার ব্যবহারের আহ্বান জানিয়েছেন এ কর্মকর্তা।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
মেহেরপুর
কলায় অজানা রোগ, বিপাকে কৃষক
পরিপক্ব হওয়ার আগেই পেকে ফেটে যাচ্ছে
মাহবুবুল হক পোলেন, মেহেরপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর