আগামীকাল আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আগে রাজধানীর প্রবেশ পথ সাভারের আমিন বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
বুধবার বিকালে সাভার মডেল থানা পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে। নাশকতা রোধের উদ্দেশ্যে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ যাত্রীবাহী বাসের যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।
সকাল থেকে বিকেল পর্যন্ত দূরপাল্লার যাত্রীবাহী বাসের চলাচল অন্যান দিনের তুলনায় কম, তবে ব্যক্তিগত যানবাহন ও লোকাল বাসের চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুরের পর থেকে পুলিশ বিশেষ মনোযোগ দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে যাত্রী ও যানবাহনের তল্লাশি চালাচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, আগামীকাল লকডাউনকে সামনে রেখে মানুষের জান-মালের নিরাপত্তা রক্ষার জন্য এখানে চেকপোস্ট বসানো হয়েছে। মহাসড়কে চলাচলরত যানবাহন ও যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৪ জনকে আটক করা হয়েছে। জনগণের স্বার্থে তল্লাশি অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
বিডি-প্রতিদিন/সুজন