শেষ হয়েছে সমুদ্র ও অভ্যন্তরীণ নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে ৪ অক্টোবর থেকে সমুদ্র ও নদীতে মাছ শিকার নিষিদ্ধ করা হয়। গত ২২ দিনে বরিশাল বিভাগে ৮৯৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তর জানিয়েছে, ২২ দিনে বরিশাল বিভাগে ৩ হাজার ৫৩১টি অভিযান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ১ হাজার ৬৫টি। মামলা করা হয়েছে ১ হাজার ৩৬৩টি। অভিযানে ৮ হাজার ৮৩৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করে এতিমখানাসহ দুস্থদের দেওয়া হয়েছে। মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, ১ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।