শেরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মরিচফুল (৫০) নামে এক নারী খুন হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামে গতকাল এ হত্যাকান্ড ঘটে। মরিচফুল ওই এলাকার মৃত হাসেমের স্ত্রী। ঘটনার সময় নিহতের দুই ছেলে শুকুর আলী, সুজন, দেবরের ছেলে সোহাগ ও ননদ জহুরাকে কুপিয়ে জখম করা হয়েছে। নিহতের পরিবার জানায়, প্রতিবেশী কালামের কাছে গতকাল মরিচফুল পাওনা টাকা চাইতে যান। এ সময় তর্কাতর্কির একপর্যায়ে তার পেটে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি আঘাত করা হয়। ওসি আল আমিন জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে পটুয়াখালীতে শ্বশুর শান্তি দাসের (৫৫) কোদালের আঘাতে জামাই অবিনাশ চন্দ্র দাস (৪২) খুন হয়েছেন। সোমবার রাতে হরতকিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে অবিনাশ শ্বশুর বাড়িতে কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার গচ্ছিত রাখেন। সোমবার স্ত্রী মনিকা দাসকে সঙ্গে নিয়ে অবিনাশ শ্বশুরবাড়িতে গিয়ে সেই অর্থ ও গহনা ফেরত চান। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে শ্বশুর কোদাল দিয়ে অবিনাশের মাথায় আঘাত করেন।