মেহেরপুরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে শরিফুল ইসলাম নামে এক কসাইকে জরিমানা করা হয়েছে। গতকাল হসদর উপজেলার কুলবাড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা। শরিফুল ইসলাম সদর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা। জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তারিকুল ইসলাম এ তথ্য জানান।