রাজশাহী মহানগরীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। ওই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে নগরীর রাজপাড়া থানার বহরমপুরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম ওয়ারেদ আলী (৬৫)। ওসি মাহবুব হোসেন জানান, ভিকটিম শিশুকে রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।