চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী এ অভিযান চালায়। উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরির দায়ে ভাই ভাই বেকারিকে ১০, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে বিসমিল্লাহ সুইটসকে ৫ এবং জিলাপিতে রাসায়নিক ব্যবহার করার দায়ে কালু হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।