নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে চলাচলের অনুপযোগী সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার দক্ষিণ সোনাদিয়া গ্রামের সরকারি পুকুর সংলগ্ন আদর্শ গ্রাম সড়কের ১ হাজার মিটার সংস্কার কাজ শুরু করা হয়।
তানভীর উদ্দিন বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ হাট-বাজারের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সড়কটি দীঘদিন ধরে অবহেলিত। সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়। সেই দিক বিবেচনা করে এ উদ্যোগ।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এবং এলাকার মানুষের জনদুর্ভোগ কমাতে নেতাকর্মীদের নিয়ে জনগণের পাশে থেকে কাজ করছি। আশা করছি কিছুটা হলেও কষ্ট লাঘব হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া