কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পারিবারিক বিরোধের জেরে তিন ভাইবোন মিলে অপর ভাইকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঈদগাঁও সদর ইউনিয়নের উত্তর মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে গত বৃহস্পতিবার জুলফিকার আলীর প্রবাসফেরত ছোট ছেলে মো. হাসান, বড় ছেলে মো. ইসহাক ও মেয়ে হাসিনা অপর ভাই গিয়াস উদ্দিনকে ঘরের আঙিনার গাছের সঙ্গে বেঁধে দীর্ঘসময় নির্যাতনের পর ঘরে তালাবদ্ধ করে রাখেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। পরে খবর পেয়ে পুলিশ দীর্ঘ ছয় ঘণ্টা পর রাত ১০টার দিকে ঘরের তালা ভেঙে গিয়াসকে উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, সকালে বিরোধের সংবাদ পেয়ে হাসানকে মীমাংসা করে দেব বলে জানিয়েছি। কিন্তু সে না মেনে অন্য ভাইবোনদের নিয়ে গিয়াসকে মারধর করেছে বলে শুনেছি।
ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াছমিন জানান, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। তাকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।