সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। বাড়িঘরে পানি উঠেছে চলাচলের রাস্তাও বন্ধ। স্থানীয় এক প্রভাবশালী পানি নিষ্কাশনের কালভার্টে বালু ফেলে বন্ধ করে দেওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। পানি বের হতে না পারায় ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা ভোগান্তিতে পড়েছেন। এদিকে সেখানে জলাবদ্ধতা দূর করার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল সকাল ৯টা থেকে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। ডেলিকেট পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, কারখানায় যেতে পারি না। কারখানায় যাওয়ার পথে হাঁটু পানি। গাড়ি নিয়ে যেতে পারি না। কারখানায় বিদেশি বায়ার আসতে পারছেন না পানির কারণে। অর্ডার বাতিল হচ্ছে।
ডেলিকেট পোশাক কারখানার শ্রমিক নাদিয়া ইসলাম নদী বলেন, আমরা কারখানায় যাই ময়লা পানি পার হয়ে। আমাদের পোশাক নষ্ট হয়ে যায়। রবিউল নামে আরেক ব্যক্তি জানান, পানি বের হওয়ার কালভার্টে বালু ফেলে বন্ধ করে দিয়েছেন এক ব্যক্তি। এ কারণে পানি বের হতে না পারায় এলাকার কয়েক হাজার বাসিন্দা ভোগান্তিতে পড়েছেন। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাভারের ইউএনও আবুবকর সরকার বলেন, যে জায়গাটি ভরাট করায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেখানে একপাশ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। কাজও শুরু হয়েছে। সেখানে কোনো সরকারি জায়গা থাকলে সেটিও উদ্ধার করা হবে। আলোচনা করে সমস্যাটির স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।