পাবনার ভাঙ্গুড়া উপজেলার অন্যতম বৃহৎ হাট অষ্টমনিষায় ঝড়ে দীর্ঘদিন ধরে ভেঙে যাওয়া শেডগুলো সংস্কারের উদ্যোগ নেই। এতে খোলা আকাশের নিচে প্রতিকূল পরিবেশে চলছে কেনাবেচা।
জানা গেছে, সপ্তাহের রবি ও বৃহস্পতিবার হাট বসে। হাজারো মানুষ কেনাবেচা করতে আসেন। তবে ভেঙে যাওয়া শেডগুলো দেখলেই বোঝা যায় বাজারটি কর্তৃপক্ষের কাছে কতটা অবহেলিত। প্রশাসনকে বারবার জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ক্রেতা-বিক্রেতাদের। বাজারে আসা ক্রেতা সিরাজুল ইসলাম ও বিক্রেতা রায়হান আলী জানান, বাজার থেকে নিয়মিত রাজস্ব আদায় করা হলেও তার সুফল তারা পাচ্ছেন না। অবকাঠামোগত উন্নয়নের দিকে কর্তৃপক্ষের নজর নেই। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসাবাণিজ্য ও সাধারণ মানুষের স্বার্থ। এ বিষয়ে অষ্টমনিষা ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, বাজারের শেড সংস্কারের বিষয়ে আমরা অবগত। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, সরেজমিন পরিদর্শন করে সংস্কারের প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।