চরভদ্রাসনে স্পিডবোট ডুবে দুর্গা রানী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও আটজন। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বিকালে চরভদ্রাসনের গোপালপুর ঘাট থেকে একটি স্পিডবোট ঢাকার দোহার মৈনট ঘাটের উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুর্গা রানী উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা বিমল রায়ের স্ত্রী। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ননী গোপাল হালদার জানান, দুর্গা রানীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।