নওগাঁর মান্দায় দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাভার আলী কবিরাজ (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য দুই শিক্ষার্থীকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি মনসুর রহমান বলেন, ‘গ্রেপ্তার সাভার কবিরাজকে গতকাল আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।’