রাজবাড়ী সদর উপজেলার বার্থা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফিরোজ হায়দারের ওপর হামলার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন করা হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
বক্তারা বলেন, ১৭ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় যুবলীগের সন্ত্রাসীরা শিক্ষক মো. ফিরোজ হায়দারের ওপর হামলা চালায়। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। -রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, স্কুলশিক্ষক মো. ফিরোজ হায়দারকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।