কক্সবাজারে গলা কেটে পান দোকানিকে এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছুরি মেরে ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কক্সবাজার : টেকনাফে মদ খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে ইমদাদ হোসেন (৪৭) নামে এক পান দোকানিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ইমদাদ ওই এলাকার আলী হোসেনের ছেলে। পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, রাতে একটি বিয়ের অনুষ্ঠানে মদপান নিয়ে ইমদাদ হোসেনের সঙ্গে আবদুর রহমান নামে একজনের কথা কাটাকাটি হয়। সেখান থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ইমদাদকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। ঘটনার পর স্থানীয়রা কামাল হোসেন নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন। লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই শামসু আলম বলেন, সন্ত্রাসীরা আমার ভাইকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে।
সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছের ডাব পাড়া নিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আলাবদী গ্রামে গতকাল এ ঘটনা ঘটে।
নিহতের নাম ওমর ফারুক খোকা (৩০)। তিনি আলাবদী এলাকার জাহের আলীর ছেলে ও পেশায় সিএনজিচালক। অভিযুক্ত বড় ভাই আক্তার হোসেন ঘটনার পর থেকে পলাতক। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, লাশ নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।