ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পাইকপাড়া গ্রামে গতকাল শ্বশুরের দায়ের কোপে লিমা খাতুন (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। লিমা ওই গ্রামের আবদুর রবের স্ত্রী। পুলিশ জানায়, ভোর ৫টার দিকে লিমার ঘর থেকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে তার শ্বশুর মুকুল শেখ পলাতক। শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে কক্সবাজারের কুতুবদিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ বাপ্পী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সেন্টার পাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। বাপ্পী একই উপজেলার লেমশীখালী মতির বাপের পাড়ার কাইউম হুদার ছেলে। হত্যাকান্ডে জড়িত সন্দেহে আক্তার হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেন্টার পাড়ায় পাইলটকাটা খালে মাছ ধরা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে। এ নিয়ে বাপ্পি বাদী হয়ে সম্প্রতি থানায় অভিযোগ করেন। এর জেরে রবিবার সকালে বাড়ি থেকে এক যুবকের মাধ্যমে তাকে ডেকে এনে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। কুতুবদিয়া স্বাস্থ্য কমপেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পি মারা যান। কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।