গাজীপুরের চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের পেছনের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৮টি দোকান ও মালামাল পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, গতকাল সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুরের দুটি এবং ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।