জুলাই গণ অভ্যুত্থানে বগুড়ার ১৫ জন শহীদের কবর পাকা করার কাজ শুরু হয়েছে। জুলাই শহীদদের স্মৃতিধারণ ও সংরক্ষণের জন্য সরকারিভাবে নেওয়া হয়েছে এ উদ্যোগ। বগুড়া জেলা পরিষদ প্রকল্প বাস্তবায়ন করছে। শিবগঞ্জে বিএনপির সভাপতি মীর শাহে আলম আগেই দুজন শহীদের কবর পাকা করে দিয়েছেন। এ দুটি কবর নতুন করে পাকা করতে হবে না।
সোমবার ঠিকাদারি প্রতিষ্ঠান বগুড়ায় ১৩ শহীদের সমাধি পাকারণ শুরু করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১০ ও ১৩ জুলাইয়ের কার্যবিবরণী অনুযায়ী জেলা পরিষদ প্রকল্প বাস্তবায়ন করছে। জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, জুলাই শহীদদের স্মৃতিধারণ ও সংরক্ষণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।