আঞ্চলিক মহাসড়কসহ রাজবাড়ী শহরের পানি নিষ্কাশনে বড় পরিসরে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১০ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্প শুরু হয় ২০১৭ সালে। আট বছর পার হলেও ড্রেনের কাজ শেষ হয়েছে মাত্র অর্ধেক। কাজ সম্পন্ন হয়েছে এমন অনেক স্থানে এখনো বসানো হয়নি স্ল্যাব। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন অংশে ময়লা-আবর্জনা জমে থাকায় বাড়ছে ভোগান্তি। ড্রেন দিয়ে পানি প্রবাহিত না হওয়ায় বৃষ্টি হলে রাস্তায় দেখা দেয় জলাবদ্ধতা। তখন যানবাহন চলাচলে অসুবিধা হয়, মহাসড়কের স্থায়িত্ব পড়ে হুমকির মুখে। স্থানীয়দের প্রশ্ন, এ জলাবদ্ধতার অবসান কবে হবে? শহরের শ্রীপুর এলাকায় দেখা যায়, ড্রেনে ময়লা-আবর্জনা ভর্তি। ড্রেনের পানি রাস্তায় চলে এসেছে। শ্রীপুর এলাকায় বেশকিছু দোকানেও ঢুকেছে ময়লা পানি। জেলখানার সামনে বেশিরভাগ স্থানে ড্রেনে স্ল্যাব নেই। বিভিন্ন দোকানের সামনে বাঁশ ও কাঠের মাচা তৈরি করে ড্রেন পার হচ্ছে মানুষ। অনেক জায়গায় রড বের হয়ে আছে। স্থানীয়রা বলেন, তৎকালীন সড়ক বিভাগের কর্মকর্তারা খাতা-কলমে সড়কের অর্ধেক কাজ শেষ দেখিয়েছেন। জেলখানা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, আমরা ড্রেনের বিষয়ে সড়ক বিভাগে অভিযোগ করেছি। তারা কোনো পদক্ষেপ নেননি। মাঝে মাঝে ড্রেনে পড়ে পথচারীরা আহত হন। রাজবাড়ীর নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শঙ্কর ঝন্টু বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে আঞ্চলিক মহাসড়কের পাশে ড্রেন নির্মাণের পরিকল্পনা করা হয়। সেখানে কিছু কাজ শেষ হয়েছে। বর্তমানে প্রকল্পটি বন্ধ আছে। ড্রেনের অবকাঠামো অকেজো হয়ে পড়েছে। প্রতিদিন নাগরিক ভোগান্তি বাড়ছে। সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাজস খান বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে জানিয়েছি। সেখান থেকে সিদ্ধান্ত এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সওজ সূত্রে জানা যায়, জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল থেকে চরলক্ষ্মীপুর আহম্মদ আলী মৃধা কলেজ পর্যন্ত চার কিলোমিটার চার লেনে উন্নীতকরণ প্রকল্প বরাদ্দ দেওয়া হয় ২০১৭ সালে। সঙ্গে যোগ করা হয় দুই পাশে সাড়ে পাঁচ কিলোমিটার ড্রেন নির্মাণ। ড্রেনের প্রাক্কলিত মূল্য ধরা হয় ১০ কোটি ৬৫ লাখ টাকা। এখন পর্যন্ত কাজ হয়েছে ৫৬ শতাংশ। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানাসহ কাজ টার্মিনেট করা হয়েছে।
শিরোনাম
- নতুন মামলায় আনিসুল-সালমানসহ ছয় জন গ্রেফতার
- নওগাঁয় অটোরিকশা চালক হত্যায় পাঁচজনের যাবজ্জীবন
- ফটিকছড়িতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
- যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীরা: টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ
- সেতুর অভাবে দুর্ভোগে ২ উপজেলার হাজারো মানুষ
- ৬৮তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত মালয়েশিয়া
- খাগড়াছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুদকের অভিযান
- টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার, লুটের মালামাল উদ্ধার
- হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেফতার
- তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
- কানাডার মন্ট্রিয়লে দু’দিনব্যাপী ৩৯তম ফোবানা, প্রবাসীদের মিলনমেলা
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৪৪ মামলা
- আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি
- সূচকের মিশ্রাবস্থায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের জম্মু-কাশ্মীর, ভূমিধসে ৩১ জনের মৃত্যু
- মোংলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
- যুদ্ধোত্তর গাজা নিয়ে ‘বড় বৈঠকের’ আয়োজন করছেন ট্রাম্প
- কিনশাসার পথে বাংলাদেশ পুলিশের ১৮০ শান্তিরক্ষী
- ডিপসিকের হাত ধরে এআই জগতে নতুন সংযোজন
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চলছে রিভিউ শুনানি
আট বছরে প্রকল্পের কাজ অর্ধেক
মুখ থুবড়ে ১০ কোটির প্রকল্প ২০১৭ সালে ৫ কিমি ড্রেন নির্মাণ শুরু ঘটছে দুর্ঘটনা
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর