ঢাকার কেরানীগঞ্জের একটি বহুতল ভবনে সিগারেটের আগুন থেকে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী আহত হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে কেরানীগঞ্জ মডেল টাউনের একটি বহুতল ভবনের সপ্তম তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোহাম্মদ মামুন (৪৫), তার স্ত্রী লাকি আক্তার (৩৮) এবং তাদের সন্তান মিহাদ (১৬) ও সিয়াম (১২)।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত ২টার দিকে হঠাৎই ভবনের ভিতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তেই ফ্ল্যাটের ভিতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে পরিবারটিকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহতদের স্বজন ফারিয়া জানান, ‘রাত আড়াইটার দিকে ভবনের একটি কক্ষে সিগারেটের আগুন থেকে এসিতে বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে তারা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল দুপুরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘চারজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে ইনহেলেশন বার্নে আক্রান্ত। বাকি তিনজনের ক্ষেত্রেও একই ধরনের শ্বাসজনিত জটিলতার আশঙ্কা রয়েছে। তাদের নিবিড় পর্যাবেক্ষণে রাখা হয়েছে।’ কেরানীগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলুকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।