‘পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, নিজেকে সুস্থ রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলার পূর্ব মাহাদানী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম ও সামগ্রী বিতরণ করে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যরা সম্মিলিতভাবে বিদ্যালয়ের মাঠ ও প্রাঙ্গণ পরিষ্কার করেন এবং সংগৃহীত ময়লা-আবর্জনা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব মাহাদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মর্তুজা হোসেন খোকন, সহকারী শিক্ষিকা জাকিয়া সুলতানা, জুথিকা রায় ও সুইটি রায় প্রমুখ।
এ ছাড়াও বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মোস্তাকিম আল হাসনাত, সহসভাপতি আসাদুল্লাহ আল গালিব, সাধারণ সম্পাদক শাহরিয়ার সরকার, কার্যকরী সদস্য নাজমুল হোসেন প্রমুখ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলার আহ্বান জানান। তারা আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ একটি সুস্থ জাতি গঠনের মূল ভিত্তি। বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে।