বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সামার-২০২৫ সেমিন্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গতকাল প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়।
পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলী। বিশেষ অতিথি ছিলেন- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কুদরত-ই-জাহান। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম। অনুষ্ঠানে বক্তৃতা করেন- ডা. মতিউর রহমান, মনিরুল মাহতাব তমাল তরু, আয়শা বেগম, অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর, ড. আনোয়ার জাহিদ, প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, ড. রফিকুল আহসান প্রমুখ। অনুষ্ঠান শেষে চীনে সাউথওয়েস্ট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মাস্টার্স প্রোগ্রামে ও রাশিয়ার বাস্কির স্টেট অ্যাগ্রেরিয়ান ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে স্কলারশিপ অর্জন উপলক্ষে সাতজনকে সংবর্ধনা দেওয়া হয়। ড. হোসনে আরা বেগম সবাইকে উচ্চশিক্ষা অর্জন করে বাংলাদেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।