বসুন্ধরা শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উদ্যোগে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও রকমারি উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) হাফিজিয়া মাদরাসায় এ কার্যক্রম সম্পন্ন হয়। বিতরণ করা উপহারের মধ্যে রয়েছে কোরআন শরিফ, টুপি, মিসওয়াক, লুঙ্গি, বসুন্ধরার টিস্যু পেপার ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা সানাউল্লাহ, সাংবাদিক শাফিউল ইসলাম, মাহবুব মোর্শেদ এবং বসুন্ধরা শুভসংঘ নবীনগর উপজেলার সহসভাপতি বাবুল আহমেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম (কালন), দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, কার্যকরী সদস্য মনিরুল ইসলাম, লুৎফুর রহমান, মো. মাইনউদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ। মাদরাসার শিক্ষার্থীরা শিক্ষাসামগ্রী ও উপহার হাতে পেয়ে আনন্দিত।
শিক্ষকরা জানান, ‘এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা বৃদ্ধি করবে। বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ দেশের সর্বত্র চালু থাকুক।’
বসুন্ধরা শুভসংঘ নবীনগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আল-মামুন বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সব সময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগে অংশ নিতে পেরে প্রফুল্লতা বোধ করছি। আমরা চাই শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে সমাজের মূলধারায় ভূমিকা রাখুক।’