লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের দুদিন পর নদী থেকে আরিফুল ইসলাম নামে এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের সতি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, আরিফুল ইসলাম সোমবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফেরেনি। এ বিষয়ে আদিতমারী থানায় একটি জিডি করেছিলেন তার আত্মীয়রা। গতকাল স্থানীয়রা তার লাশ নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, নদী থেকে ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।