ইরানের লোরেস্তান প্রদেশে একটি উদ্ধারকারী হেলিকপ্টার উদ্ধার অভিযান পরিচালনার সময় বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
ওই প্রদেশের রেড ক্রিসেন্টের মহাপরিচালক আলী মোহাম্মদী এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে ইরানের জাতীয় টিভির সঙ্গে কথা বলার সময় আলী মোহাম্মদী বলেন, “হেলিকপ্টারটি কেরমানশাহ প্রদেশের ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির। শুক্রবার দুপুরে লোরেস্তান প্রদেশের আজনা কাউন্টির একটি পাহাড়ি এলাকায় সাহায্য চেয়েছিলেন একজন পর্বতারোহী।”
মোহাম্মদী বলেন, “মূলত একজন হারিয়ে যাওয়া নারীকে উদ্ধার করতেই অভিযান চালায় হেলিকপ্টারটি। পরে ওই এলাকায় অবতরণের চেষ্টা করার সময় সেটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হন এবং উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য আহত হন।”
স্থানীয় একজন কর্মকর্তা মেহরকে জানিয়েছেন, দুর্ঘটনার পর ১০ জনের একটি উদ্ধারকারী দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। হেলিকপ্টারটিতে চারজন ক্রু সদস্য এবং উদ্ধারকারী দলের পাঁচজন সদস্য ছিলেন। সূত্র: মেহের নিউজ
বিডি প্রতিদিন/একেএ