নরসিংদীর শিবপুরে আট বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে ‘আমরা পুটিয়া ইউনিয়নের সন্তান’ নামে সংগঠনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে এত ধর্ষণ হলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। তাদের তেমন বিচার হচ্ছে না। দ্রুত ধর্ষক জাকির মুন্সির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- দিতে হবে।
উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর পুটিয়া ইউনিয়নের কারারচর গ্রামের সামসু মুন্সির ছেলে জাকির মুন্সি (৩৫) প্রতিবেশী এক শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি পরিবারের নজরে আসে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়।