গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও পুরস্কার প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধারাবাশাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ।
ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের বিপ্লব বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনটির সাবেক সভাপতি সুমন্ত হালদার, স্বপন দাস, সন্দীপ হালদার, সাংবাদিক প্রশান্ত অধিকারী, মিজানুর রহমান বুলু, সমাজসেবক কাশিনাথ মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, শিক্ষক লেলিন হালদার, শিক্ষার্থী জয়ন্ত বৈরাগী, স্বর্ণা ঢালী বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি হিসেবে নগদ অর্থ ও পুরস্কার হিসেবে বিভিন্ন ধরনের বই তুলে দেন।
এর আগে সংগঠনটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি ও কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন