চিকিৎসাধীন আহত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কর্মীদের দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ছুটে গেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
ঢাকা থেকে ছুটে এসে শুক্রবার রাতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে হাসপাতালে ছুটে যান তিনি। এসময় তিনি আহত দলীয় কর্মীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রাহান বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নোয়াখালীর একজন গর্বিত সন্তান। তিনি ঢাকা থেকে ছুটে এসে খবর পেয়ে হাসপাতালে দেখতে যান তাদের।