বাগেরহাটের সুন্দরবনে বৈরী আবহাওয়ায় ডুবতে থাকা এমবি সাফিন নামের একটি লাইটার জাহাজের দুই শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল ভোরে নূর হোসেন নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে কোস্টগার্ড সদস্যরা ওই শ্রমিকদের উদ্ধার করে। জাহাজটি ডুবে যাওয়ার পর ওই দুই শ্রমিক পূর্ব সুন্দরবনের শরণখোলা হিরণপয়েন্ট এলাকায় একটি গাছে আশ্রয় নিয়েছিলেন।