ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন শাহ আলম অন্তর (২০) নামে এক কলেজছাত্র। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির সামনে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। অন্তর স্থানীয় মানিকের ছেলে। চলতি বছর এইচএসসি পাস করেছিলেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, জুমার নামাজের আগে বাড়ির ছোটদের সঙ্গে গোসল করতে পুকুরে নামে অন্তর। কিছুক্ষণ পর তলিয়ে যায়। অন্যদের চিৎকারে স্থানীয়রা এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে। ওসি মাহবুবুল হক জানান, শিক্ষার্থী অন্তর সাঁতার শিখতে নেমে পানিতে ডুবে মারা গেছেন।