নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে গতকাল জেলা শহর মাইজদীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ‘সম্মিলিত সাধারণ জনগণ’। জুমার নামাজ শেষে মাইজদীতে নোয়াখালী জেলা জামে মসজিদ থেকে মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুপার মার্কেটের সামনে এসে করা হয় সমাবেশ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সভাপতি সাইফুর রহমান রাসেল, সদর উপজেলা শাখার সভাপতি ও নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আরাফাত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত, তুষার, ইয়াসিন আরাফাত প্রমুখ।