রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় পাঠাও চালক মো. পলাশ শেখের (৩৮) ওপর হামলা চালিয়ে দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে শ্যামলী শিশু মেলার সড়কে এ ঘটনা ঘটে। আহত পলাশ শেখ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আহতের ভাই মো. তৈয়ব শেখ জানান, তার ভাই পেশায় পাঠাও চালক। সোমবার রাতে একটি মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে তিনি বাসা থেকে দেড় লাখ টাকা নিয়ে বের হন।
তৈয়ব শেখ বলেন, ‘শ্যামলী শিশু মেলার রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা তাকে মারধর করে দেড় লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আহত পলাশ শেখকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি তার কামরাঙ্গীরচর এলাকার বাসায় ফিরে গেছেন।
আহত পলাশ শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চাপড়া গ্রামের হাফেজ শেখের ছেলে।
বিডি-প্রতিদিন/আশফাক