জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালীর মাইজদী পাবলিক কলেজ শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।
তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দেশপ্রেম ও সত্যের চেতনায় গড়ে উঠতে হবে আগামী প্রজন্মকে। জ্ঞানার্জনের মাধ্যমে গড়ে উঠতে হবে জাতির ভবিষ্যৎ নেতৃত্ব।’
এ সময় কলেজ অধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিডি-প্রতিদিন/আশফাক