পঞ্চগড়ে তেঁতুলিয়ার শুকানী সীমান্ত এলাকায় নদী থেকে মানিক হোসেন (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়ন সীমান্তের করতোয়া-সাও নদীর মিলনস্থল (দোমুখা) থেকে লাশ উদ্ধার করা হয়। মানিক একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার তবিবুর রহমানের ছেলে। পরিবার জানায়, মানিক ভারতে গরু আনতে গিয়ে চার দিন ধরে নিখোঁজ ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ১৮-২০ জনের একটি দল পঞ্চগড়ে তেঁতুলিয়ার শুকানী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার সময় ভোরে তাদের ধাওয়া দেয় বিএসএফ। দলের অন্যরা ফিরে এলেও মানিকসহ চারজন নিখোঁজ থাকেন। গতকাল করতোয়া-সাও নদীর মিলনস্থলে পানিতে মানিকের লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশ, বিজিবি ও মানিকের পরিবারকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে পরিবার। দুপুরে সুরতহাল শেষে লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এদিকে গতকাল সকালে শুকানী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আবদুল আহাদ নামে ওই দলের এক সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ। লাশের মাথায় গুলির চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।