সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছে। রবিবার রাত সোয়া ৯টার দিকে আশুলিয়ার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মিন্টু মিয়া ও ববিতা। তারা বটতলা এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ডিজাইনার ফ্যাশন লিমিটেডে চাকরি করতেন।
বাড়ির মালিক জানান, রাত সাড়ে ৮টার দিকে কারখানা ছুটি হলে স্বামী-স্ত্রী বাসায় এসে রান্না করতে গেলে সিলিন্ডারের লিকেজ থেকে জমা গ্যাসে আগুন ধরে যায়। এতে স্বামী-স্ত্রী দগ্ধ হন। পরে আশপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতাল, পরে ঢাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের বাড়ি কুড়িগ্রামে হওয়ায় কোনো স্বজনকে পাওয়া যায়নি। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে বাবা-মা ও দুই শিশু দগ্ধ হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় জামাল হোসেনের দুই তলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। পরে ভোরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন মিশুক চালক মুন্না মিয়া (২৫), তার স্ত্রী কলি খাতুন (২২) এবং তাদের দুই ছেলে কাউসার (৫) ও দেড় বছরের মিনহাজ। তারা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্বপাড়া সাদুয়া গ্রামের বাসিন্দা। ঢাকা মেডিকেলের আবাসিক চিকিৎসক মো. হারুনুর রশিদ জানান, মুন্নার শরীরের ৪২ শতাংশ, কলি খাতুনের ২২ শতাংশ, কাউসারের ৪০ শতাংশ ও মিনহাজের ২০ শতাংশ পুড়ে গেছে। সবার অবস্থা আশঙ্কাজনক।