সিরাজগঞ্জে অস্ত্র ও গুলিসহ মানিক ওরফে কালা মানিক (৩৫) নামে এক চাঁদাবাজকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে ডিবি পুলিশ সদর উপজেলার সয়বাদের ইকোনমিকজোন এলাকা থেকে তাকে আটক করে। তিনি উপজেলার চকবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে। ডিবি পুলিশের উপপরিদর্শক নাজমুল হোসেন জানান, মানিক ওরফে কালা মানিক দীর্ঘদিন ধরে ইকোনমিক জোনের বিভিন্ন সাইটে লোকদের ভয় দেখিয়ে চাঁদাবাজি করত।