কুমিল্লায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে ২৩ মামলার আসামিকে। এছাড়া নারায়ণগঞ্জে পরকিয়া সন্দেহে স্ত্রী ও লালমনিরহাটে জমির বিরোধে বৃদ্ধা নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুমিল্লার দাউদকান্দিতে আল-মামুন সম্রাট নামে একজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্টেশনে শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আল-মামুন তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে মামুনসহ আরও তিন নারী কক্সবাজার যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। রাত ১১টায় দাউদকান্দির গৌরিপুর স্টেশনে বাসটি থামার পর পানি কিনতে মামুন নিচে নামেন। তখন ৩-৪ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। ওসি জুনায়েত চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পাই। কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে তদন্তের পর বলা যাবে। স্থানীয়রা জানান, মামুন গৌরিপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। এর জেরে তাকে হত্যা করা হতে পারে। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ইতি আক্তার (২৫) স্বামীর সঙ্গে ওই এলাকায় ইব্রাহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাদের ছয় বছরের একটি কন্যা রয়েছে। ওসি মো. শাহীনুর আলম বলেন, এ ঘটনায় অভিযুক্ত বিল্লালকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বরাত দিয়ে ওসি বলেন, পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে রুটি বানানোর বেলন দিয়ে পিটিয়ে হত্যা করে স্বামী। লাশ মর্গে পাঠানো হয়েছে।
লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আছিয়া বেগম (৬৭) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। গতকাল দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকায় এ ঘটনা ঘটে।