টাঙ্গাইলে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সদর উপজেলার চিলাবাড়ীর হাটখোলা খেলার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাঠ। প্রতিযোগিতায় দুই দলের সাতজন করে ১৪ জন বিভিন্ন বয়সি দৃষ্টিপ্রতিবন্ধী অংশ নেন। দর্শনার্থী রফিক বলেন, ‘মাঝেমধ্যে এমন খেলা হলে যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে। তারা খেলাধুলায় আগ্রহী হয়ে উঠবে।’ জুবায়ের হোসেন বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলা দেখে খুব ভালো লেগেছে। প্রতি বছরই এমন খেলা হলে মানুষ উপভোগ করতে পারবে।’