জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লাহ্র দর্গা এলাকার স্কুলপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ। পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে বসতবাড়ি, রাস্তাঘাট, স্কুল, সরকারি প্রতিষ্ঠানসহ পুরো এলাকায় জমে আছে দুর্গন্ধযুক্ত পানি।
স্থানীয়দের অভিযোগ, এই জলাবদ্ধতা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শিশু ও বৃদ্ধরা। অনেকেই পানিবাহিত চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছেন। সবচেয়ে সংকটময় অবস্থা তৈরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের।
জলাবদ্ধতার কারণে বন্ধ রাখতে হচ্ছে আল্লাহ্র দর্গা মাধ্যমিক বিদ্যালয় এবং ট্রেসল ইংলিশ ভার্সন স্কুল নামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দেড় হাজার শিক্ষার্থী রয়েছে। জলাবদ্ধতার কারণে বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির ক্লাস বন্ধ হয়ে যায়।
এ ছাড়া পানিতে তলিয়ে থাকায় হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনে সেবা গ্রহণেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের। সেবা নিতে বাধ্য হয়ে হাঁটুপানি পেরিয়ে পরিষেবার জন্য ইউপি অফিসে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দা সিয়াম হোসেন বলেন, আমাদের বাড়িঘর পানিতে ডুবে রয়েছে।
পানিতে গ্রামবাসীরা ডায়রিয়া এমনকি চর্মরোগে আক্রান্ত হচ্ছে। সাপসহ পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। আরেকজন ভুক্তভোগী তুষার বলেন, ‘পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ। হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী জানান, আমরা এ বিষয়ে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।’