বরগুনার আমতলীতে তিন কেজি গাঁজাসহ আমিরুল মাদবর (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার একটি দল আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে (গাজীপুর-টু-সাহেববাডি সড়ক) থেকে আমিরুলকে গ্রেফতার করা হয়। তল্লাশির সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে তিনটি পলিথিনে মোড়া মিল্ক-পরিমাণে মোট তিন কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
গ্রেফতারকৃত আমিরুল হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মোস্তফা মাদবরের পুত্র। পরিবারের ও স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। এর আগে তিনি পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার হয়ে দীর্ঘ সময় জেলে ছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় লিপ্ত হন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জগলুল হাসান বলেন, আমিরুল একজন চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে পূর্বে ঘটানো আর্থিক ও অপরাধমূলক তথ্যও রয়েছে। আমতলী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
তিনি আরও জানান, সকল ধরনের মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ