নানা সমস্যায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সিরাজগঞ্জ পৌরসভার বিপুল সংখ্যক মানুষকে। তিন দশকেরও বেশি আগে ‘ক’ শ্রেণিতে উন্নীত হওয়া এ পৌরসভার অবহেলিত মাহমুদপুর, রায়পুর ও চর রায়পুরের কয়েক হাজার মানুষ এ ভোগান্তির শিকার হচ্ছেন। সেখানে কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে। বাচ্চারা ড্রেনের মধ্যে পড়ে যায়। পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থা হয়। পয়:নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানির সঙ্গে টয়েলেটের পানি মিশে একাকার হয়। ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। এতে ডায়রিয়া, আমাশয় ও অপুষ্টিজনিত রোগে ভোগে এলাকার শিশু-কিশোররা। সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর ওয়াপদা বাঁধের পশ্চিমে রেলেকুঠি থেকে চর রায়পুর রেলেকুঠি পর্যন্ত ৭৫০ মিটার রাস্তার দুই পাশ দিয়ে বসবাস করা ৪ শতাধিক পরিবার এমন দুর্ভোগের শিকার। স্থানীয়রা বলছেন, সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা তলিয়ে যায়। ডুবে যায় রাস্তার পাশের বাড়িগুলোও। বৃষ্টি হলে কাঁদায় পূর্ণ থাকে সড়কটি। রিকশা-অটোরিকশা এমনকি পায়ে হেঁটেও চলাও দুষ্কর হয়।
স্থানীয়রা জানান, এ রাস্তা দিয়ে তিনটি ওয়ার্ডের বাসিন্দারা মিরপুর বাজার, মিরপুর বাসস্ট্যান্ড, মসজিদ, মাদরাসা ও মিরপুর উচ্চবিদ্যালয়ে যাতায়াত করেন। কাঁচা রাস্তায় শুকনো মৌসুমেই যানবাহনও চলতে পারে না। বৃষ্টি হলে হেঁটেও চলা যায় না। অবিলম্বে এ রাস্তা ও ড্রেন নির্মাণ করে অবহেলিত অঞ্চলটির নাগরিক সেবার মান বৃদ্ধির দাবি জানান স্থানীয়রা।
স্থানীয় কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই রাস্তা পানিতে ডুবে যায়। বাচ্চারা ড্রেনের মধ্যে পড়ে যায়। মানুষ চলতেই পারে না। ট্রাকচালক নাজমুল শেখ বলেন, মনে হয় না আমরা সিরাজগঞ্জ পৌরসভার মধ্যে বসবাস করছি, চরাঞ্চলের কোনো এক জায়গায় বসবাস করছি।
ওষুধ ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, এ রাস্তা দিয়ে ছয়-সাত গ্রামের লোকজন চলাচল করে। ৩০ বছর ধরে এ অবস্থায় আছে। বৃষ্টি নামলে মসজিদে নোংরা পানির ওপর দিয়ে যেতে হয়। এখানে ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরা কিছুই করে না। একটা ইট, বালুও ফেলে না।
অবসরপ্রাপ্ত শিক্ষক আস্তাহার আলী বলেন, যমুনার ভাঙনে বিয়ারাঘাট, মোড়গ্রাম, চাকলাপাড়া, ঘোনাপাড়ার ভাঙন কবলিত নিঃস্ব মানুষ এখানে এসে আশ্রয় নেয়। এদের দুঃখ-দুর্দশার কথা বলে শেষ করা যাবে না। এখানকার শিশুরা অপুষ্টিসহ নানা ধরনের রোগে আক্রান্ত হয়। সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নুরনবী সরকার বলেন, রেলেকুঠির রাস্তার বিষয়টি আমাদের নলেজে আছে। আগামীতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কাজটা কীভাবে করা যায় সিদ্ধান্ত নেওয়া হবে।
শিরোনাম
- জাতীয় নির্বাচনের রোডম্যাপে যা আছে
- জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, মনোনয়ন পেলেন যারা
- পারমাণবিক স্থাপনায় হামলার ধ্বংসাবশেষ সরাচ্ছে ইরান, দাবি রিপোর্টে
- নিউ সাউথ ওয়েলস বিএনপির ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- দেশে প্রবৃদ্ধি কমেছে ৩.৯৭ শতাংশ
- বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে আলোচনায় ছিল যেসব বিষয়
- বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে
- বগুড়ার ফাহিমা হত্যায় ঢাকায় স্বামী গ্রেপ্তার
- আমাদের সারের কোনো সংকট নেই : কৃষি সচিব
- তিন দফা দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও অবরোধ
- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা
- নোয়াখালীতে জলাশয়ে জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালিত
- ডাকসু নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের
- তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
- একসঙ্গে একাধিক রিল যুক্ত করার ফিচার ইনস্টাগ্রামে
- নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত, ঘোষণা হতে পারে আজ
- সুস্থভাবে বাঁচতে হলে হাসতে শিখুন
- একক থেকে ছিটকে দ্বৈতে লড়বেন ৪৫ বছরের ভেনাস
- বিধ্বংসী সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা স্থানে গ্রিন
- কুয়েট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
সিরাজগঞ্জ
বৃষ্টি হলেই হাঁটু পানি
► ৩০ বছরেও হয়নি পাকা রাস্তা ► দুর্ভোগে পৌরসভার হাজারও মানুষ
আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর