নানা সমস্যায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সিরাজগঞ্জ পৌরসভার বিপুল সংখ্যক মানুষকে। তিন দশকেরও বেশি আগে ‘ক’ শ্রেণিতে উন্নীত হওয়া এ পৌরসভার অবহেলিত মাহমুদপুর, রায়পুর ও চর রায়পুরের কয়েক হাজার মানুষ এ ভোগান্তির শিকার হচ্ছেন। সেখানে কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে। বাচ্চারা ড্রেনের মধ্যে পড়ে যায়। পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থা হয়। পয়:নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানির সঙ্গে টয়েলেটের পানি মিশে একাকার হয়। ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। এতে ডায়রিয়া, আমাশয় ও অপুষ্টিজনিত রোগে ভোগে এলাকার শিশু-কিশোররা। সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর ওয়াপদা বাঁধের পশ্চিমে রেলেকুঠি থেকে চর রায়পুর রেলেকুঠি পর্যন্ত ৭৫০ মিটার রাস্তার দুই পাশ দিয়ে বসবাস করা ৪ শতাধিক পরিবার এমন দুর্ভোগের শিকার। স্থানীয়রা বলছেন, সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা তলিয়ে যায়। ডুবে যায় রাস্তার পাশের বাড়িগুলোও। বৃষ্টি হলে কাঁদায় পূর্ণ থাকে সড়কটি। রিকশা-অটোরিকশা এমনকি পায়ে হেঁটেও চলাও দুষ্কর হয়।
স্থানীয়রা জানান, এ রাস্তা দিয়ে তিনটি ওয়ার্ডের বাসিন্দারা মিরপুর বাজার, মিরপুর বাসস্ট্যান্ড, মসজিদ, মাদরাসা ও মিরপুর উচ্চবিদ্যালয়ে যাতায়াত করেন। কাঁচা রাস্তায় শুকনো মৌসুমেই যানবাহনও চলতে পারে না। বৃষ্টি হলে হেঁটেও চলা যায় না। অবিলম্বে এ রাস্তা ও ড্রেন নির্মাণ করে অবহেলিত অঞ্চলটির নাগরিক সেবার মান বৃদ্ধির দাবি জানান স্থানীয়রা।
স্থানীয় কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই রাস্তা পানিতে ডুবে যায়। বাচ্চারা ড্রেনের মধ্যে পড়ে যায়। মানুষ চলতেই পারে না। ট্রাকচালক নাজমুল শেখ বলেন, মনে হয় না আমরা সিরাজগঞ্জ পৌরসভার মধ্যে বসবাস করছি, চরাঞ্চলের কোনো এক জায়গায় বসবাস করছি।
ওষুধ ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, এ রাস্তা দিয়ে ছয়-সাত গ্রামের লোকজন চলাচল করে। ৩০ বছর ধরে এ অবস্থায় আছে। বৃষ্টি নামলে মসজিদে নোংরা পানির ওপর দিয়ে যেতে হয়। এখানে ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরা কিছুই করে না। একটা ইট, বালুও ফেলে না।
অবসরপ্রাপ্ত শিক্ষক আস্তাহার আলী বলেন, যমুনার ভাঙনে বিয়ারাঘাট, মোড়গ্রাম, চাকলাপাড়া, ঘোনাপাড়ার ভাঙন কবলিত নিঃস্ব মানুষ এখানে এসে আশ্রয় নেয়। এদের দুঃখ-দুর্দশার কথা বলে শেষ করা যাবে না। এখানকার শিশুরা অপুষ্টিসহ নানা ধরনের রোগে আক্রান্ত হয়। সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নুরনবী সরকার বলেন, রেলেকুঠির রাস্তার বিষয়টি আমাদের নলেজে আছে। আগামীতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কাজটা কীভাবে করা যায় সিদ্ধান্ত নেওয়া হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
- আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
- দেশে আসলো নতুন সুপারম্যান, সঙ্গে আছে জ্যাকি চ্যানও
- সাবালেঙ্কাকে হারিয়ে অঘটন, ফাইনালে অ্যানিসিমোভা
- মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি
- আবারও ইংলিশ ফুটবলে ফিরছেন হেন্ডারসন
- ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ক্যামেরুন ও মালাবির দু’টি স্থান
- সংবিধানে পরিবেশ অধিকারকে 'মৌলিক অধিকার' করার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের
- মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৪
- বেরোবিতে ছাত্রীর আত্মহত্যা, লাশ নিয়ে লাইভ করার চেষ্টায় উত্তেজনা
- ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফের
- বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর
সিরাজগঞ্জ
বৃষ্টি হলেই হাঁটু পানি
► ৩০ বছরেও হয়নি পাকা রাস্তা ► দুর্ভোগে পৌরসভার হাজারও মানুষ
আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর