বগুড়ার শিবগঞ্জে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হককে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বগুড়ার বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার এ রায় দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১১ নভেম্বর পৌর এলাকার বানাইল কলেজ পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মিটার পরিদর্শনে দেখা যায় আজিজুল তার নিজ বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে আনুমানিক ১৮ মাস ধরে ১১টি ফ্যান, ২৯টি লাইট, দুটি ফ্রিজ, একটি টিভি, এসি, রাইসকুকার ও পানির পাম্পে বিদ্যুৎ ব্যবহার করে।