দিনাজপুরের বোচাগঞ্জের কোঁদালকাটি গ্রামে ধর্ষণের শিকার হয়ে বিষপান করা কিশোরী মারা গেছেন। ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে তার মৃত্যু হয়। মারা যাওয়া মোস্তাহিনা (১৪) কোদালকাটি গ্রামের মাজাহারুল ইসলামের মেয়ে ও সপ্তম শ্রেণির ছাত্রী। ২১ জুন থাকে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২৮ জুন দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়েছিল। বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।