সড়কের পাশে পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং পটুয়াখালীর মহিপুর গ্রামীণ ব্যাংক-সংলগ্ন কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম ও শিমরাইল হাইওয়ে ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন জানান, অজ্ঞাত লাশের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।
মহিপুর থানার ওসি তারিকুল ইসলাম জানান, লাশের বাম পায়ে ও হাতে জখমের চিহ্ন রয়েছে। লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে।